সিএসএস সেন্টারিং-এর হলি গ্রেইল - Tuts+

যাঁরা ওয়েব থেকে টিউটোরিয়াল দেখে কাজ করতে শিখেছেন তাঁরা Tuts+-এর নাম জানেন না এমনটা হবার কথা না। টিউট্‌স প্লাস তাদের সুন্দর আর গোছানো সব টিউটোরিয়াল দিয়ে অনেক অজ্ঞকে এগিয়ে দিয়েছে জ্ঞান আর দক্ষতায়। তাদের এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে তারা শুরু করেছিল Tuts+ Translation Project^, তাদের বিভিন্ন ইংরেজি ভাষার টিউটোরিয়াল নিবন্ধকে ইংরেজি-ভিন্ন অন্যান্য ভাষায় ভাষান্তরের। তো, সেখানে পশ্চিমা বিভিন্ন ভাষা যেমন: ফরাসি, স্প্যানীয় ইত্যাদি ভাষার দৌরাত্ম ছিল। তখনই আমি চিন্তা করলাম বাংলা ভাষার জন্য একটা জায়গা করে দিতে। কেননা বাংলা নিয়ে কাজ করছি আমি দীর্ঘদিন ধরে, বাংলা উইকিপিডিয়াতে, এছাড়া পেশাগত কাজে প্রচুর বাংলা ওয়েব পোর্টাল তৈরির অভিজ্ঞতা হয়েছে আমার, আলহ্বামদুলিল্লাহ।

তো, প্রথম ধাপ হিসেবে আমি Tuts+ Translator Newsletter সাবস্ক্রাইব করলাম, এবং কিছুদিনের মধ্যে অনুবাদের অনুরোধ এলো। আমি জানতে চাইলাম আমি কি বাংলায় অনুবাদ করতে পারি? সাথে এটাও জানালাম, বাংলায় অনুবাদের ব্যাপারে আমার উপর নির্ভর করতে পারেন তাঁরা, কারণ আমি TranslateWiki এবং MetaWikipedia-তে কাজ করা একজন অভিজ্ঞ অনুবাদক। প্রোজেক্টের হোতাদের একজন Ian Yates সন্তুষ্ট হলেন, জানালেন:

Continue reading