জ্ঞানস্তর: উচ্চস্তরের টিউটোরিয়াল
সময়: ১০ মিনিট
অতি সম্প্রতি আমার একজন ক্লায়েন্ট এমন একটি সাইট নিয়ে উপস্থিত হয়েছেন, যেখানে আগের ডেভলপার তাঁকে ঠকিয়েছে। সাইটটা যে ওয়ার্ডপ্রেসে করেছে, তাও বলেনি, সাইটের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডও দিয়ে যায়নি। ক্লায়েন্ট আমাকে কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড দিতে পারলেও সেখানে ঢুকে আমি থ’ হয়ে গেলাম: ৫ গিগাবাইট সার্ভার স্পেস থাকাসত্ত্বেয় সেখানে phpMyAdmin কিংবা SQL Manager নেই, এখন কিভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেয়া যায়? ব্যাকআপ না নিয়ে তো নতুন কাজে হাত দেয়া যায় না…
শেষ পর্যন্ত একটা উপায় খুঁজে পেলাম, যেভাবে কোনো এসকিউএল ম্যানেজার না থাকলেও ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাডমিন প্যানেলে ঢোকা যাবে। নিচের কোডটি দেখুন:
3 এবং 6 নম্বর লাইনে লক্ষ করুন, এটা হলো আমাদের মূল কোড, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের তথ্যাদি যোগ করতে হবে। যেহেতু আপনার কাছে cPanel কিংবা কন্ট্রোল প্যানেলে ঢোকার অনুমতি আছে, তাই আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেসের wp-config.php
ফাইলটি খুলতে পারবেন। সেখানে এই লাইনগুলো দেখতে পাবেন:
3, 6, 9 এবং 12 নম্বর লাইনে আমাদের প্রয়োজনীয় তথ্য রয়েছে। এখানে DB_HOST
-এর ভ্যালুতে localhost-ও লেখা থাকতে পারে। যা-ই লেখা থাকুক, এখান থেকে তথ্য নিয়ে আপনি আপনার কোডে যথাস্থানে বসালে কোডটা হবে এরকম:
3 এবং 6 নম্বর লাইনে আমরা তথ্যগুলো বসিয়েছি। এছাড়া এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা পাসওয়ার্ড বসাচ্ছি 9 নম্বর লাইনে, যেখানে আমি পাসওয়ার্ড দিয়েছি newpassword123here, আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। এই লাইনেরই শেষ অংশে দেখুন আমরা কোন username-এর জন্য পাসওয়ার্ড পরিবর্তন করতে যাচ্ছি, লিখেছি admin। কারণ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময়ই ব্যবহারকারীর ID = 1
আর ডিফল্ট ইউযারনেম admin দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেয়। সেটা যদি পরিবর্তন না করা হয়ে থাকে, তাহলে আমরা এই কোড দিয়ে সফলভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারবো ইনশাল্লাহ।
ব্যস, কাজ শেষ। এবারে ফাইলটা সংরক্ষণ করা যাক একটা নাম দিয়ে, হতে পারে reset-wordpress-db-password.php
। ফাইলটা এবারে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনের root-এ (যেখানে wp-config.php ফাইলটা আছে, সেখানে) আপলোড করে দিন। তাই নাম নির্বাচনের সময় এমন নাম দেয়া যাবে না ফাইলটাতে, যা এখানকার কোনো ফাইলের সাথে সাংঘর্ষিক হয়। (ফাইলটা নামিয়েও নিতে পারেন)
এবারে http://example.com/reset-wordpress-db-password.php -এভাবে আপনার সাইটের URL দিয়ে ফাইলটা একবার ব্রাউয করুন। সব ঠিকঠাক হলে কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ সুসংবাদ ভেসে উঠতে দেখবেন।
তাহলে এবারে http://example.com/wp-login.php-তে গিয়ে ইউযারনেম admin এবং পাসওয়ার্ড newpassword123here দিয়ে লগইন করুন।
আর এভাবে ওয়ার্ডপ্রেসের Export ফিচার ব্যবহার করে ক্লায়েন্টের সাইটের মোটামুটি একটা ব্যাকআপ নিতে সমর্থ হয়েছি আমি।
-মঈনুল ইসলাম
🔗 mayeenulislam.github.io
পড়ে খুব ভাল লাগলো কাজে আসবে।