অ্যাডমিন প্যানেলে একটা পাতায় (menu_page কিংবা submenu_page হতে পারে) একটা WP_Query() চালিয়ে কিছু তথ্য নিয়ে এসেছি। টেবিল আকারে তথ্যগুলো দেখিয়েছিও। এবং পেজিনেশনও করেছি। কিন্তু লক্ষ করলাম, পেজিনেশন কাজ করছে না। অনুসন্ধান করে দেখলাম Christine Cooper-ও একই সমস্যায় পড়েছিলেন এবং তিনি একটা সমাধানও বের করেছেন Milo’র পরামর্শকে কাজে লাগিয়ে। সমাধানটা দারুণ, এবং আমার সমস্যারও সমাধান দিলো। কিন্তু আরো কিছু বিষয়ের দরকার হয়ে পড়েছিল, তাই আমি সেটাতে আরো কাজ করে আপনাদের জন্য হাজির করলাম একটু গোছানো একটা সমাধান হিসেবে। আপনারা এটাকে আরো গুছিয়ে নিতে পারেন নিজের মতো করে।
আসলে কী হচ্ছে, কেন হচ্ছে?
এই ব্যাপারটা আগে জানা দরকার। কপি-পেস্ট সবাই করতে পারে, কোড বুঝে নিয়ে তা ব্যবহার করাটাই প্রকৃত প্রোগ্রামারের কাজ হওয়া উচিত। যা জানা গেল, তা হলো,
ওয়ার্ডপ্রেসে আমরা সচরাচর একক সাইট পরিচালনা করি, অর্থাৎ সেখানে একটা ইন্সটলেশনে একটাই সাইট চলে। কিন্তু ওয়ার্ডপ্রেস তার একটা ইন্সটলেশনে একাধিক সাইট চালানোরও একটা সুযোগ দিয়ে রেখেছে, আর তা হলো ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট। প্রথমদিকে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট WordPress MU নামে কাজ শুরু করলেও তা পরবর্তিতে ওয়ার্ডপ্রেস কোর-এ অন্তর্ভুক্ত করা হয়। এবং বলা যায়, সবচেয়ে বড় ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইন্সটলেশন হচ্ছে WordPress.com, যেখানে আপনি চাইলেই বিনামূল্যে একটা ব্লগ খুলে ফেলতে পারেন।
ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট তুলনামূলক কম জনপ্রিয় এবং এর রিসোর্সও কম পাওয়া যায়, কারণ এর ব্যবহারকারী কম। আবার, যেহেতু মাল্টিসাইটের আর্কিটেকচার ভিন্ন, তাই অনেক প্লাগইনই ওয়ার্ডপ্রেস মাল্টিসাইটে চলে না। কিংবা হয়তো অধিকাংশ মানুষই এই ভিন্ন আর্কিটেকচারের সুযোগটা নিতে জানেন না। আপনার একাধিক ভাষায় ওয়েবসাইট দরকার, সাবডোমেইন কিংবা সাবফোল্ডার করে সেখানে একাধিক ওয়ার্ডপ্রেস ইন্সটল করেই আপনি কাজ সেরে ফেলছেন – এরকম ঘটনা অহরহ ঘটে। কিন্তু যিনি এই সুবিধাটা সম্পর্কে ওয়াকিবহাল, এবং চ্যালেঞ্জটা নিতে আগ্রহী, তিনি আসলে সুযোগটা নিতে চান, এবং তখনই ওয়ার্ডপ্রেসের মাল্টিসাইট বা একই ওয়ার্ডপ্রেসে একাধিক আলাদা সত্ত্বার সাইটের জন্ম হয়।
যাহোক, এবারে মূল কথায় আসা যাক-
মাল্টিসাইটের রেজিস্ট্রেশন পাতা
কিন্তু ওয়ার্ডপ্রেসে মাল্টিসাইট ইন্সটল করা হলে খুব বিরক্তি উদ্রেক করে যে ব্যাপারটা, তা হলো এর ব্যবহারকারী রেজিস্ট্রেশন পাতাটা। সাধারণত ওয়ার্ডপ্রেস সিঙ্গেল সাইটের রেজিস্ট্রেশন পাতাটা পাওয়া যায় এই ঠিকানায়:
https://example.com/wp-login.php?action=register
আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন ফোল্ডার খুলে দেখেন, তাহলে রুট ফোল্ডারেই (অর্থাৎ যেখানে সাধারণত wp-config.php ফাইলটা থাকে) wp-login.php নামে একটা ফাইল দেখবেন, এটাই সেটা।
কিন্তু ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট এই পাতা থেকে রেজিস্ট্রেশন করে না। মাল্টিসাইট ইন্সটল করা হলে তখন রেজিস্ট্রেশন পাতা হয় এই ঠিকানায়:
https://example.com/wp-signup.php
যেখানে এইমাত্র wp-login.php ফাইলটা দেখেছেন, সেখানেই আপনি wp-signup.php ফাইলটাও পাবেন। যখনই আপনি “নিবন্ধন” (Register/ Sign up) লেখা কোনো লিংকে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট আপনাকে এই সাদামাটা পাতাটায় নিয়ে আসবে, যা অনেকেই পছন্দ করেন না।
এই পাতাটা অপছন্দ করার কারণগুলোর মধ্যে অন্যতম হলো এর মধ্যে কোনো স্টাইল করা থাকে না। আর দ্বিতীয়ত হলো, এই পাতায় যা যা ত্রুটি কিংবা সফলতার বার্তা দেখায়, সেগুলোকে ফিল্টার করে বদলে নেয়া যায় না। এজন্যই বিকল্প খোঁজা…
আজকে আমরা এই পাতাটিকে পাল্টে ফেলে নিজস্ব একটি সাইনআপ পাতা এর জায়গায় বসিয়ে দিতে হয় কিভাবে, তা-ই দেখবো। মনে রাখতে হবে, এজন্য আমরা যে কাজগুলো করছি না:
আমরা .htaccess ফাইলে কোনো হাত দিচ্ছি না,
আমরা আলাদা কোনো প্লাগইন ব্যবহার করছি না, এবং
অতি অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেসের কোনো কোর ফাইলে হাত দিচ্ছি না
⚠️ লক্ষ করুন: অদ্য ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে ওয়ার্ডপ্রেস ৪.৪.০ রিলিযের সাথে ওয়ার্ডপ্রেসের ট্যাক্সোনমি টার্মের মেটা ডাটা রাখার জন্য নতুন একটি টেবিল termmeta এবং প্রয়োজনীয় কোড সক্রীয় করা হয়েছে। সুতরাং টার্ম মেটা যোগ করা এখন আরো সহজ। আপনার দরকার add_term_meta(), update_term_meta(), get_term_meta() ইত্যাদি ফাংশন। তবে এপর্যন্ত টার্মে, মেটা বক্স যোগ করা হয়নি, তাই ফিল্ড যোগ করার ব্যাপারটি আপনি এই টিউটোরিয়াল থেকে দেখে সহায়তা নিতে পারেন। অবশ্য আপনি যদি ওয়ার্ডপ্রেসের ৪.৪.০-এর চেয়ে পুরোন সংস্করণ নিয়ে কাজ করে থাকেন, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে।
ওয়ার্ডপ্রেস ৪.৩ ছাড়পত্র পেয়েছে ১৯ আগস্ট ২০১৫, এবং এরই সাথে ট্যাক্সোনমিতে একটা নতুন দিগন্তও সূচিত হয়েছে। ট্যাক্সোনমি টার্মগুলো এখন যেকোনো ট্যাক্সোনমি থেকেই আসুক না কেন, তারা এখন একক^, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলবে না। কাজ শুরু করার আগে আসুন পরিষ্কার হয়ে নেয়া যাক, ট্যাক্সোনমি আর টার্ম দ্বারা কী বোঝানো হচ্ছে।
পরিচিতি
ওয়ার্ডপ্রেসে পূর্বনির্ধারিত ট্যাক্সোনমির মধ্যে বহুল পরিচিত হলো Categories, Tags ইত্যাদি। হ্যা, ঠিকই শুনছেন, ক্যাটাগরি, ট্যাগ – এগুলো আসলে একেকটা ট্যাক্সোনমি। এর মধ্যে Categories-এ পূর্বনির্ধারিত থাকে Uncategorized নামক একটা ক্যাটাগরি। আমরা যারা ক্যাটাগরি আর ট্যাগ ব্যবহার করতে অভ্যস্থ, আমরা জানি, ক্যাটাগরিতে একটার অধীনে (under) আরেকটাকে সেট করা যায়, কিন্তু ট্যাগ প্রতিটাই আলাদা আলাদা। এই যে, Categories এবং Tags, এরা হলো ট্যাক্সোনমি, আর Categories-এর ভিতরে ঐ যে Uncategorized, সেটা হলো ট্যাক্সোনমি টার্ম।
এই পূর্বনির্ধারিত ট্যাক্সোনমি আর টার্মের বাইরে ইচ্ছেমতো ট্যাক্সোনমি আর টার্ম তৈরি করা যায়। ধরা যাক, আমরা ছাত্রদের তথ্য নিয়ে কাজ করছি, এবং তাঁদের শ্রেণীর তথ্য সংরক্ষণ করার জন্য একটা নিজস্ব ট্যাক্সোনমি (Custom Taxonomy) বানিয়ে নিলাম: Classes। এবারে এই ক্লাসেস ট্যাক্সোনমির ভিতরে আমরা ইনসার্ট করলাম I, II, III, IV, V ইত্যাদি শ্রেণীর নাম, অর্থাৎ রোমান সংখ্যায় আমরা শ্রেণীগুলোর নাম লিখেছি: ওয়ান, টু, …। …তাহলে Classes হলো আমাদের ট্যাক্সোনমি, আর I, II, III, … এগুলো হলো আমাদের টার্ম।
কেন দরকার?
আমরা যারা ওয়ার্ডপ্রেসের পোস্টে অতিরিক্ত তথ্য যোগ করতে চাই, আমরা জানি Post Meta’র গুরুত্ব সেখানে কতটা। পোস্ট মেটা দিয়ে হেন কাজ নেই যে, করা যায় না। আর যারা ডাটাবেয ঘাঁটতে জানি, তারা জানি যে, পোস্টের সাথের এই অতিরিক্ত তথ্য (Meta data) জমা রাখার জন্য ওয়ার্ডপ্রেসে একটা আলাদা টেবিলও আছে, নাম postmeta। এবং খুব সহজে সেখানকার তথ্য নিয়ে খেলার জন্য রয়েছে বেশ কয়েকটা সহজ ফাংশন: add_post_meta(), update_post_meta(), get_post_meta(), delete_post_meta() ইত্যাদি। এই ফাংশনগুলো ব্যবহার করে, ধরা যাক, আপনার প্রতিটা পোস্টকে আলাদা আলাদা রঙে রাঙাতে চাচ্ছেন, তো পোস্টের মেটা ডাটাতে একটা করে রঙের কোড পাঠিয়ে দিলেই কাজটা আপনার হয়ে যাচ্ছে। …পোস্ট মেটার ব্যবহার খুব সহজ। 🙂
এবারে ধরা যাক, আপনার স্কুলের ক্লাসগুলোর প্রত্যেকটাকে একটা করে ফুলের ছবি দিয়েও সূচিত করা হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসের ট্যাক্সোনমি ইনসার্শন প্যানেলে যে ফিল্ডগুলো আছে, তা দিয়ে তো ফুলের ছবি ইনসার্ট করা সম্ভব নয়। কারণ সেখানে আপনি টার্মের নামটা, স্লাগ (প্রীটি পার্মালিংকে ইউআরএল-এ যেটা দেখা যায়), শীর্ষ শিরোনাম (যদি এটা অন্য কোনোটার অধীনে সেট করার বিষয় থাকে), আর কিছু বিবরণ। কিন্তু রঙের কথা কোথায় যোগ করবেন?
তখনই মনে পড়ে পোস্টের অতিরিক্ত তথ্য যোগ করার পদ্ধতির – মেটা ডাটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ট্যাক্সোনমিতে মেটা ডাটা যোগ করার কোনো ব্যবস্থা ওয়ার্ডপ্রেসে নেই। সেজন্য এর আলাদা কোনো টেবিলও নেই। কিন্তু এর যে দরকার আছে, সে নিয়ে বিস্তর আলোচনা চলছে বহুদিন ধরে। ওয়ার্ডপ্রেস বহুল ব্যবহৃত একটা সিএমএস, পৃথিবীব্যাপী কোটি কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করছেন, তাই এতে হুট করে কোনো পরিবর্তন আনা যাবে না। দরকার বহু আলোচনা, গবেষণা, এবং পরীক্ষা-নিরীক্ষা। যদি সবকিছু সন্তোষজনক হয়, তবেই সেটা প্রয়োগ করা হয়। তাই, এটা যে কবে হবে, বা আদৌ হবে কিনা, সেটা আমরা জানি না।
কিন্তু ততদিন কি আমরা বসে থাকবো? আমরা কি আমাদের প্রয়োজনগুলো পূরণ করবো না? আমাদের ক্লাসগুলোর সাথে ফুলের ছবি কি আমরা দিতে পারবো না?
অবশ্যই পারবো, ইনশাল্লাহ।
কিভাবে?
প্রথমেই সিদ্ধান্ত নিই যে, আমরা কি পোস্ট মেটার মতো করে আলাদা একটি টেবিল বানিয়ে নিব ট্যাক্সোনমি মেটার জন্যও? সত্যি বলতে কি এ’নিয়ে বিস্তর বিতর্ক আছে। অনেকের মতেই ওয়ার্ডপ্রেস ডাটাবেয স্কেমাতে থাকাটা যৌক্তিক, নিরাপদ, এবং দ্রুত। তাই আমরা নতুন টেবিল তৈরি না করে কিভাবে সেটা করা সম্ভব, তা-ই এখানে দেখাবো।
⚠️ সচেতন থাকুন: এই টিউটোরিয়ালটি অতি সাধারণ ধারণার ভিত্তিতে তৈরি, এবং এক প্রকারের বাংলা পদ্ধতি বলা যায়, মানে চলে, ব্যস চলছে-ঘরাণার সমাধান। প্রকৃত ওয়ার্ডপ্রেসভিত্তিক সমাধান নিয়ে একটি কিংবা একাধিক পোস্ট লেখার পর্যায়ে রয়েছে। সমাপ্ত হওয়ামাত্র আমরা এই tuts nano-তেই তা প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ।
ওয়ার্ডপ্রেস সার্চ বা অনুসন্ধান করার বিষয়টি ডিফল্টভাবেই থাকে, <?php get_search_form(); ?> লিখেই আমরা সার্চ ফর্মটা লোড করে নিতে পারি থিম কিংবা প্লাগইন ইন্টাফেসে। আর সার্চ করার পর ফলাফল দেখার জন্য search.php টেমপ্লেটটা সাজিয়ে নিতে হয়, তাহলেই অনুসন্ধানের ফলাফল দেখা যায়। কিন্তু ডিফল্ট সার্চ সুবিধাটি শুধুমাত্র keyword বা লেখার টুকরা নিয়ে অনুসন্ধান করে, যা সাধারণত পোস্ট, পেজ ইত্যাদিতেই সীমাবদ্ধ — কাস্টম ফিল্ড, ট্যাক্সোনমি ইত্যাদিতে অতিরিক্ত উপাদানের ভিতরকার তথ্যাদি অনুসন্ধান করার জন্য আপনাকে অ্যাডভান্সড সার্চ তৈরি করার কোনো বিকল্প নেই। এছাড়া এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে কয়েকটা আলাদা আলাদা উপাদানের বিভিন্ন মিশ্রণের প্রেক্ষিতে কিছু খুঁজে নেয়ার দরকার হতে পারে। যেমন: একটা অনলাইন স্টোর ওয়েবসাইট, কিংবা অনলাইনে গাড়ি বিক্রীর ওয়েবসাইট, যেখানে পণ্যের বা গাড়ির দাম, পণ্যের বা গাড়ির আকার, পণ্যের বা গাড়ির রং ইত্যাদি আলাদা আলাদা মিশ্রণে পণ্য বা গাড়ি খুঁজে নেয়ার দরকার হতে পারে — কেউ লাল রঙের গাড়ি ১টি চাইতে পারে, কেউ নীল রঙের গাড়ি ৩টি চাইতে পারে। তো এসব ক্ষেত্রে অ্যাডভান্সড সার্চ তৈরি করার দরকার পড়ে। আমরা আজকে ধারণা নিবো কিভাবে তা করা যায়:
হালনাগাদ: জুন ৪, ২০১৬: ওয়ার্ডপ্রেস ৪.৩ সংস্করণ থেকে কাস্টোমাইযার ব্যবহার করে লগো আপলোডের সুবিধা যোগ করা হয়েছে এবং এই লগোই সাইটের জন্য ফেভিকনের কাজ করে। সুতরাং এই টিউটোরিয়ালটি অনুসরণের আগে নিশ্চিত হয়ে নিন, আপনার সাইটে লগো-সুবিধাটি থাকাসত্ত্বেয় আপনি এটি ব্যবহার করতে চান। ধন্যবাদ।
ফেভিকন (favicon) হলো ওয়েবসাইটের একটা সংক্ষিপ্ততম পরিচিতি বা ব্র্যান্ডিং, যা, আপনি ওয়েবসাইট খুললে ব্রাউযারের ট্যাবে কিংবা টাইটেল বারে, ওয়েবসাইটের নামের পাশে দেখা যায়। সাধারণত ওয়েবসাইটের লগো’র ছোট্ট রূপটাই ফেভিকন হিসেবে ব্যবহার করতে দেখা যায়, তবে এক্ষেত্রে ফেভিকনটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত পছন্দ – যা ইচ্ছা তা হতে পারে। কোনো ওয়েবসাইটে ফেভিকন যুক্ত করার জন্য HTML <head> ট্যাগের ভিতর নিচের লাইনটি লিখতে হয়, আর যথাস্থানে .ico (Icon) এক্সটেনশানের একটা ইমেজ ফাইল রাখতে হয়:
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও একইভাবে ফেভিকন যুক্ত করা যায়, তবে ওয়ার্ডপ্রেসে ফাইলের পাথ (মানে কোথায় ফাইলটি আছে) বোঝানো একটু অন্যরকম, তাছাড়া সর্বত্র ফেভিকনকে দেখানোর বিষয়টিও আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি।
প্রথমত জেনে নেয়া দরকার, আপনি এই কাজটি থিম কিংবা প্লাগইন উভয় পদ্ধতিতেই করতে পারেন – আমরা উভয় পদ্ধতিই আলোচনা করছি:
প্রস্তুতি
যে ছবিটিকে ফেভিকন হিসেবে দেখাতে চান, তা নির্বাচন করুন, এবং যেকোনো ছবি এডিট করার টুল (যেমন: পেইন্ট, ফটোশপ, গিম্প ইত্যাদি) দিয়ে ছবিটিকে 16px × 16px কিংবা 32px × 32px-এ সংরক্ষণ করুন। ছবির ফাইলটি .jpg (JPEG), .png (PNG), .gif (GIF) ইত্যাদি যেকোনো ফর্মেটেরই হতে পারে। তবে ব্যাকগ্রাউন্ডহীন ছবি হলে .png-তে সংরক্ষণ করতে হবে।
ফাইলটিকে রিনেম করুন, এবং এক্সটেনশানটা বদলে .ico করে ফেলুন। ধরা যাক আপনার ছবিটি ছিল favicon.png, এবারে তা হয়ে গেল favicon.ico।