এই টিউটোরিয়ালটা যখন লিখতে শুরু করি, তখন চিন্তা করছিলাম, এর কি আসলে কোনো দরকার আছে? কিন্তু লিখতে শুরু করে বুঝতে পারলাম, এর ঢের দরকার আছে। যাহোক, আজকের টিউটোরিয়াল হলো ফটোশপের ওয়ার্কস্পেস বা কর্মক্ষেত্র সম্পর্কে সম্যক ধারণা দেয়ার একটা চেষ্টা মাত্র। এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো ফটোপশ চালু হলে কোন অংশকে কী বলে, আর কোন অংশটা কী জন্যইবা।
চিত্র ১ থেকে আমরা পুরো উইন্ডো’র একটা পরিচিতি পেয়ে যাবো। নিচে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো (এগুলোর বিস্তারিত আমরা ভবিষ্যতে জানবো, ইনশাল্লাহ):
টাইটেল বার: নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দেখা যাবে পরিচিতিমূলক নাম বা টাইটেল। সবচেয়ে উপরের অংশটিতেই তা থাকে। যেহেতু আমাদের সফ্টওয়্যারের নাম ফটোশপ, তাই এখানে টাইটেল বারে লেখা Adobe Photoshop।
আজকে আমরা জানবো কিভাবে একটা সাদাকালো (Grayscale) ছবিকে রঙিন করা যায়। ফটোশপে আমাদেরকে সেই সাদাকালো ছবিটাকে খুলে নিতে হবে। এবারে দেখতে হবে, ছবিটা কোন কালার মোডে আছে: RGB, নাকি Grayscale। এটা দেখার সহজ পদ্ধতি হলো যে ছবিটা খোলা হলো, তার উপরের রিবনের লেখাটা পড়া। যদি ব্যাপারটা পরিষ্কার না হয়, তাহলে এই পদ্ধতি: Image > Mode, দেখুন টিক চিহ্ন কিসে দেয়া। যদি সেটা RGB-তে হয়, তাহলে আমাদের আর কিছুই করা লাগবে না। যদি সেটা Grayscale কিংবা অন্য কোনো অপশনে থাকে, তাহলে সেটাকে RGB-তে নিয়ে আসতে RGB’র উপর একটা ক্লিক করতে হবে। এটা করতে হবে এজন্য যে, RGB মোড দিয়ে রঙিন ছবিকে বোঝানো হয়, আর, আমরা যখন একটা ছবিকে রং করবো, তখন সেখানে বিভিন্ন রং যেন দেখা যায়।
যাহোক, এবারে লেয়ার প্যালেটে (লেয়ার প্যালেট না দেখা গেলে Window > Layers) একটা নতুন লেয়ার নিতে হবে সাদাকালো ছবিটার ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরে (Shift + Ctrl + N)। এবারে লেয়ার প্যালেটে এই নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় [ছবিতে দেখানোমতে] Normal mode থেকে লেয়ারটিকে Color মোডে নিয়ে যেতে হবে। আমরা এই লেয়ারটাতে এখন যা রং দিবো, সাদাকালো ছবিটা সেই রঙে রাঙতে থাকবে।
ন্যানোডিযাইনস এখন থেকে সব সময়ই আপনাদেরকে উপহার দিবে গ্রাফিক্স ডিযাইন এবং ওয়েব ডিযাইন বিষয়ক বিভিন্ন টিপ্স, টিউটোরিয়াল, সম্পূর্ণ বাংলায়। প্রথম টিউটোরিয়াল হিসেবে আমরা জানবো ফটোশপে কী করে এ্যাপল টেক্সট ইফেক্ট দেয়া যায়। আপনারা যারা এ্যাপলের ওয়েবসাইট ভিযিট করেছেন, তারা ম্যানুবারের এনগ্রেভ করা বা খোদাই করা লেখাগুলো দেখে থাকবেন। ঐ ইফেক্ট ফটোশপে কিভাবে দেয়া যায় তা-ই আমরা দেখবো:
জ্ঞান-স্তর: মাধ্যমিক
ভার্ষন: ফটোশপ (যেকোনো ভার্ষন)
ফটোশপে File > New (Ctrl + N) ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিন। আমাদের মোটামুটি আকারের একটা ডকুমেন্ট হলেই কাজ চলবে, তাই আমরা Width: 400, Height: 200, Resolution: 72 pixels/inch দিয়ে RGB মোডে একটা ডকুমেন্ট নিয়েছি। এবারে টুলস প্যালেট থেকে Rectangle Tool (U) সিলেক্ট করে [Shape layers মোডে] ডকুমেন্টের সাদা জমিনে একটা আয়তক্ষেত্র আঁকবো (ছবিতে যেমনটা দেখানো হয়েছে)। এবারে নতুন যে লেয়ারটি তৈরি হয়েছে তার ডানদিকে ডাবল ক্লিক করে এই লেয়ারের স্টাইল চালু করতে হবে (লেয়ার প্যালেটের নিচে বামদিকে f লেখাটিতে ক্লিক করেও ব্লেন্ডিং অপশন চালু করা যায়) (ফটোশপ সিএস-এ লেয়ারের বাম দিকের থাম্বনেইলে ক্লিক করতে হবে)।
ব্লেন্ডিং মোডে Gradient Overlay সিলেক্ট করতে হবে। সেখানে Gradient-এর সাদা-কালো শেডটাতে একবার ক্লিক করতে হবে। এবারে Gradient Editor-এর লম্বা বারটির বাম দিকের নিচের তীরটাতে ক্লিক করে কালার কোড হিসেবে #949494 দিয়ে OK করুন, আর ডান দিকের তীরে ক্লিক করে কালার কোড দিন #d1d1d1, OK করে বেরিয়ে আসুন। ব্লেন্ডিং মোড চালু থাকা অবস্থায় এবারে Drop Shadow অপশনে ক্লিক করুন। সেখানে Blend mode: Multiply, রং থাকবে কালো (#000000), Opacity: 20%, Use Global Light-এর টিক চিহ্ন তুলে দিয়ে Angle দিন 90 degree। এবারে Distance: 1, Spread: 0, Size:0 দিয়ে OK করে ব্লেন্ডিং প্রয়োগ করুন। ব্যস, আপনার বার এখন প্রস্তুত। এবারে এই বারের উপর আমরা খোদাই করা লেখা লিখবো।