“ওপেন সোর্স” (Open Source: উন্মুক্ত সোর্স, মুক্ত সোর্স) মানে হচ্ছে, সোর্সকে উন্মুক্ত করে ছেড়ে দেয়া। কথাটির বিপরীত শব্দ হচ্ছে “সংরক্ষিত সোর্স” (Closed Source)।
ওপেন সোর্স মানে ফ্রি না
কিংবা
উন্মুক্ত সোর্স মানে মাগনা না
কথাটা শুনেছি, বুঝেও ফেলেছি…
কিন্তু সত্যি বলতে কি, বুঝে ফেলার ভান করলেও, কিংবা বুঝে ফেললেও আসলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারিনি – এটা বুঝতে পারলাম, যখন এবিষয়ে কথা বাড়াতে গিয়ে এখানে-ওখানে ধাক্কা খাচ্ছিলাম।
- উইন্ডোজ একটা সফ্টওয়্যার, যা কিনে নিতে হয়, এটা ওপেন সোর্স না। বাংলাদেশের বিজয় কীবোর্ড কিন্তু এরকমই একটা সফ্টওয়্যার, যা সংরক্ষিত সোর্স এবং কিনে ব্যবহার করতে হয়।
- উবুন্তু একটা সফ্টওয়্যার, যা ফ্রি পাওয়া যায়, মানে মাগনা, আবার এটা ওপেন সোর্স। বাংলাদেশের অভ্র ফোনেটিক কীবোর্ড কিন্তু এরকমই একটা সফ্টওয়্যার, যা উন্মুক্ত সোর্স এবং বিনামূল্যও।
হিসাবটা এখানে মিলে না, তাই শিখাও হয় না।
অবশেষে লজ্জার মাথা খেয়ে যখন প্রশ্নটা শাবাব ভাইকে (Shabab Mustafa) এক সাক্ষাতে করেই ফেললাম, তখনই আসলে সত্যিকার অর্থে শিখলাম। যা শিখলাম, সেটাকে ভেঙে বলি:
Continue reading